![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালেই কত আদর যত্নে বাচ্চাগুলোকে রেখে এলে মা তুমি
কপালে চুমু খেলে, গলার নিচে পাউডার মেখে দিলে ,
জুতোর ফিতেটাও শক্ত করে বেঁধে দিলে,
ওরা ছুটির মুহূর্তে চির ছুটি নিয়ে গেলো।
ঝলসে...
আজ আকাশটা শুধু বিস্ফোরণে কাঁপেনি, কেঁদেছে… শিশুদের আর্তনাদে
একটি স্কুল ছিল, সেখানে ছিল বই, বন্ধু আর স্বপ্নভরা চোখ।
কিন্তু সেসব পুড়ে ছাই হয়ে গেল যুদ্ধবিমানের আগুনে।
শুধু...
উন্মুক্ত করে দাও কবোঞ্চ বক্ষ, আমার আকাশ হোক নীল সাদা
আমি পাখি হবো, উড়বো স্বাধীন ডানা মেলে,
নিশ্চুপ তাকাও, মুগ্ধ হও... মন তোমার মনের সাথে বাঁধা,
কিছুটা সময় আমার হোক, যেমন...
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। বেশিরভাগই শিক্ষার্থী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই...
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধারে যুক্ত হয়েছে হেলিকপ্টার।
সোমবার (২১ জুলাই) দুপুর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে...
অন্যায়ের শিকড় কিলবিল করে
হেঁটে যাচ্ছে মেঘভেদি মধ্যেদুপুর-
রাতের নির্ঘুম স্বার্থটাই দলকানা দোসর
তাদের কাছে এখন মৃত্যুর চেয়েও বড়
তারা হরিণের মতো অন্যায় করবে-
আর হিংস্র বাঘের মতো মাংস খাবে;
তারা রক্ত দেখে আনন্দ...
সময়ের স্থির চোখে ফিরে দেখি অতীতে সুখ-দুঃখের দিনগুলো-
ফড়িং এর মত চঞ্চলতা ছিল আমারও, ছিল জলের মত গতি
এখন স্থির হতে শিখেছি তোমাকে পেয়ে।
নক্ষত্রের অপার বিষ্ময় নিয়ে তোমার চোখে অপলক...
আবেগের নাম লোকালিজম (Localism).....
লোকালিজম (Localism) রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়! যা স্থানীয় ব্যক্তি, অর্থনীতি এবং স্থানীয় সংস্কৃতির সুরক্ষার উপর জোর দেয়। আবার কোনো স্থানীয় মানুষ যদি হয়...
©somewhere in net ltd.